সাকিবের দিকে তাকিয়ে মোমিনুল হক

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

অভিজ্ঞ সাকিব আল হাসানের দলে ফেরায় এবার দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন মোমিনুল। দলে শক্তি বাড়ায় ও সঠিক ভারসাম্য ফিরে পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে অধরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোটের জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সাকিব ফেরায় এখন ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলেন মোমিনুল বলেন, ‘সাকিব ভাই দলে এলে সব কিছু একটু সহজ হয়। এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। উনি এলে, অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম কন্বিশনের জন্য তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।’

পূর্ববর্তী নিবন্ধ‘অজুহাত নয়, পেশাদার ক্রিকেটারদের ধানক্ষেতেও ভালো খেলতে হবে’
পরবর্তী নিবন্ধনাঈমকে দলে নেওয়ার ব্যাখ্যা অধিনায়কের