সাকিবের করোনা, ছিটকে গেলেন চট্টগ্রাম টেস্ট থেকে

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ মে, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ দল যখন চট্টগ্রামে আসে শ্রীলংকার বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিতে তখন সাকিব ছিলেন আমেরিকায় পরিবারের কাছে। সোমবার তার দেশে ফেরার কথা ছিল। ফিরেছেনও। তবে ফিরেই পেলেন দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন এ খবর নিশ্চিত করেছেন। অথচ ঢাকায় ফিরে আজ কিংবা কালকের মধ্যেই চট্টগ্রামে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। গতকাল করোনা টেস্টে পজিটিভ হওয়ায় শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না সাকিব। বিসিবির চিকিৎসক মনজুর বলেছেন, সাকিব আল হাসান গত সোমবার দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন।

সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর পারিবারিক কারণে ছুটি নেওয়ায় ছিলেন না নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্টে। আশা ছিল এবার ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্টে ফিরবেন সাকিব। আর সে হিসেবে তাকে দলেও রাখা হয়েছিল। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় আরও পিছিয়ে গেলো তার টেস্টে ফেরা। চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না তার। এখন দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ দলকে। সাকিব খেলতে না পারায় দলের শক্তি কমে গেল অনেকখানি। কারণ সাকিবের বিকল্প মানে দুইজন নিতে হবে। সাকিব করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দলকে এখন তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।

পরিবারের একাধিক সদস্য অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছিলেন সাকিব। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনায় ছিলেন সাকিব। কিন্ত সেটা হয়নি। এরপর আমেরিকা থেকে ফিরে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে। আবার চলে যান আমেরিকায়। ছুটি কাটিয়ে শ্রীলংকা সিরিজের আগে দেশে ফিরেছেন গত সোমবার। কিন্তু ফিরেই তাকে পেতে হলো দুঃসংবাদ। সে সাথে বাংলাদেশ দলের জন্যও দুঃসংবাদ বয়ে আনলেন সাকিব। এখন পরের ম্যাচের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোন পথ নেই সাকিব এবং বাংলাদেশ দলের।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ডুবে এবার প্রাণ গেল আপন দুই বোনের
পরবর্তী নিবন্ধসৌরভের ছুরি দিয়েই আঘাত করা হয় ইভানকে