টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভাল কাটেনি টাইগার অধিনায়ক সাকিবের। এরপর আবুধাবিতে টি-টেন লিগেও ভাল করতে পারেননি মোটেও বাংলা টাইগার্স অধিনায়ক। তবে দেশের মাটিতে ভারতকে পেয়ে যেন জ্বলে উঠলেন সাকিব। সত্যিকারের সাকিব হিসেবে আবির্ভুত হলেন বিশ্বসেরা এই অল রাউন্ডার। নিলেন আরো একবার ৫ উইকেঠ যা তার ক্যারিয়ারে চতুর্থ বারের মত ৫ উইকেট নেওয়া।
শুধু তাই নয় ৩৬ রানে ৫ উইকেট নেওয়া সাকিবই একমাত্র স্পিন বোলার যারা ভারতের বিপক্ষে এমন সাফল্য দেখিয়েছেন। আর ভারতের বিপক্ষেও নিজের সেরা সাফল্য এটি সাকিবের। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভরাতকে ১৮৬ রানে আটকে দেওয়ার পেছনে সবচাইতে বড় অবদান সাকিবের। যদিও শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের বলে।
এরপর সাকিব আল হাসান এক ওভারেই নিয়েছেন দুই উইকেট। চাপ আর কমেনি তারপর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করেছিল ভারত। ঠিক এর পরের ওভারেই সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলেই রোহিতের ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে তাকে বোল্ড করেন তিনি।