কানাডা গ্লোবাল টি–টোয়েন্টি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। আর এই জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটে–বলে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব। আর তাতেই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে টরন্টো ন্যাশনালসকে ২ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে অফ–ফর্মে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপেও ছিলেন নিজের ছায়া হয়ে। এরপর গ্লোবাল টি–টোয়েন্টিতেও প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতেও পাচ্ছিলেন না রানের দেখা। অবশেষে ছন্দে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আগের ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। টুর্নামেন্টে তার দলের প্রথম জয়ও ছিল সেটি। এবার দ্বিতীয় ম্যাচেও বল হাতে সফল হয়েছেন তিনি। ব্রাম্পটনে গত মঙ্গলবার রাতে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেট পেয়েছেন ১টি। বোলিং করেছেন ডেথ ওভারেও।
টসে হেরে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স ভালই শুরু করেছিল। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও সবার সম্মিলীত অবদানে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ বলে ৩৮ রান করেন ডেভিড উয়েইস। ১৪ বলে ২৪ রান করেছেন সাকিব। এছাড়া গুরবাজ ২৬ বলে ২৪, ওয়াসিম ১৮ বলে ২৭, হজরতুল্লাহ জাজাই ১০ বলে ১৯ এবং পারহগাত সিং ১৭ বলে করেন ১৮ রান। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা টরন্টোর বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ১৩ রান দেন সাকিব। এরপর যখন ফিরেন, তখন ৪ ওভারে প্রতিপক্ষ দলের দরকার ৪৮ রান। ক্রিজে তখন রোমারিও শেফার্ড ও নিকোলাস কির্টোন। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত এই দুই ব্যাটার অবশ্য সাকিবের ওই ওভারে নিতে পারেন মাত্র ৮ রান। পরের ওভারে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম খরচ করেন ১৩ রান। ১৯তম ওভারে ফের বল হাতে নেন সাকিব। উইকেটে তখন কির্টোন। সাকিব তাকে ঝড় তুলতে দেননি। ৭৪ রান করা কির্টোন ফিরে যান ওই ওভারেই। তার উইকেট নেওয়ার পাশাপাশি ওভারে মাত্র ৭ রান দেন সাকিব। তাতে শেষ ওভারে টরন্টোর সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮ রানের। কিন্তু আলীর ওভারে আসে ১৫ রান। ফলে ২ রানে জিতে যায় বাংলা টাইগার্স। বল হাতে শরিফুল নিয়েছেন ১ উইকেট।