সাকিবদের হারিয়ে টানা দ্বিতীয় জয় মাশরাফিদের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে দারুণ ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান। তাতে বড় সংগ্রহ পেয়েছিল দল। কিন্তু তাতে কাজ হয়নি। জবাবে আক্রমণাত্মক খেলে জয় তুলে নেয় মাশরাফিদের সিলেট সিঙার্স। গতকাল শনিবার রাতে বিপিএলের চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করতে নেমে সাকিব ঝড়ে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বরিশাল। জবাব দিতে নেমে পুরো এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। টস জিতে ব্যাট করতে নেমেছিল বরিশাল। দলটির দুই ওপেনার চতুরঙ্গা ডি সিলভা ও আনামুল হক মিলে তুলে ফেলেন ৬৭ রান। ২১ বলে ২৯ রান করা আনামুলকে বিদায় করে এই জুটি ভাঙেন মাশরাফি বিন মর্তুজা। এরপর চতুরাঙ্গা (৩৬)-কে ফেরান পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ৬ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারানোর পর চাপে পড়ে যায় বরিশাল। দলীয় সংগ্রহ ১০৮ রানের মাথায় তৃতীয় উইকেটও হারায় তারা। এবার তিনে নামা ইফতিখার আহমেদকে (১৩) ক্যাচ দিতে বাধ্য করেন মাশরাফি। তবে এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দেন সাকিব। ২০ বল স্থায়ী তাদের জুটিতে আসে ৩০ রান। ১২ বলে ১৯ রান করে রিয়াদ লঙ্কান পেস অলরাউন্ডার থিসারা পেরেরার শিকার হয়ে ফেরেন। রিয়াদ বিদায় নিলেও চলতে থাকে সাকিবের তান্ডব। অবশ্য ব্যক্তিগত ৩২ রানে জীবন পান তিনি। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বলে লং অনে তুলে মেরেছিলেন টাইগারদের বাঁহাতি অলরাউন্ডার। বল সেখানে থাকা ফিল্ডার ইমাদ ওয়াসিমের হাত থেকে ফসকে যায়। এরপর সাকিব আরও আগ্রাসী হয়ে ওঠেন।

১৭তম ওভারে তার ৩ চার ও ১ ছক্কায় আসে ১৯ রান।

এর মধ্যে প্রথম বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নেন সাকিব; মাত্র ২৬ বলে। হায়দার আলীর সঙ্গে ১৪ বল স্থায়ী সাকিবের পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৩ রান। এর মধ্যে হায়দারের অবদান মাত্র ৩ রান। বাকি ৩০ রান আসে সাকিবের ব্যাট থেকে ৮ বলে। ১৯তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৬৬ রানে ফের জীবন পান সাকিব। এবার আকবর আলী সহজ ক্যাচ ধরতে পারেননি। জীবন পেয়েই পরের বলে ছক্কা হাঁকান সাকিব। পরের ওভারের প্রথম বলেই অবশ্য সাকিব ঝড় থামিয়ে দেন মাশরাফি। তার বলে ক্যাচ নেন আমির। তবে রিপ্লেতে দেখা যায় ‘নো বল’ ছিল। কিন্তু আম্পায়ার আউট দিয়ে দেন। বিদায়ের আগে ৩২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করেন সাকিব। শেষ দিকে ১২ বলে ১৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের সংগ্রহ ২০০এর কাছাকাছি নিয়ে যান করিম জানাত। সিলেটের হয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট পান মাশরাফি বিন মুর্তজা। একটি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা, ইমাদ ওয়াসিম ও থিসারা পেরেরা।

পূর্ববর্তী নিবন্ধলামায় রাবার কোম্পানির বিরুদ্ধে ৬ দিন পর মামলা
পরবর্তী নিবন্ধ‘প্রয়োজনে’ আবারও একাত্তরের চেতনায় গর্জে উঠবে বাংলাদেশ