বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। রোববার রাত ১২ টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিবকে গলা কেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের ওই যুবক। ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় ৩৩ বছর বয়সী তারকাকে এ হুমকি দেওয়া হয়। হত্যার হুমকির ঘটনায় ওই যুবককে গ্রেফতার করতে অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ।
ফেসবুক থেকে লাইভে সাকিব আল হাসানকে হত্যার ঘোষণা এবং গালিগালাজ করেন ঐ যুবক।এদিকে, রোববার মধ্যরাতে লাইভে হুমকির পর সোমবার ফের সকালে লাইভে এসে আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন মহসীন তালুকদার। পরে এ বিষয়ে সাকিবও তার বক্তব্য ইউটিউব চ্যানেলে তুলে ধরে ক্ষমা প্রার্থনা করেন।