সাকিবকে বিরল প্রতিভা বললেন রঙ্গনা হেরাথ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

বিশ্ব ক্রিকেটে অনেক অলরাউন্ডারের শক্তির জায়গা ব্যাটিং। আবার অনেকের বোলিং। কিন্তু সাকিব আল হাসানকে ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং, কোনো পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চাননা রঙ্গনা হেরাথ। বাংলাদেশের স্পিন পরামর্শকের মতে ব্যাটে-বলে সমান সামর্থ্যের এমন অলরাউন্ডার ক্রিকেট ইতিহাসেই খুব একটা নেই। তিনি বলেন আমার মতে সে ক্রিকেট ইতিহাসেই বিরল একজন। ব্যাটিং-বোলিং দুটোই প্রায় সমান এবং দুটির যে কোনো একটি দিয়েই দলে আসতে পারেন। এরকম ক্রিকেটার খুব কমই খুঁজে পাবেন ইতিহাসে। হেরাথ বলেন জ্যাক ক্যালিসের কথা বলতে পারেন। তিনি ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। বোলিংও বেশ ভালো। কিন্তু আমি নিশ্চিত নই বোলিং দিয়ে তিনি টেস্ট দলে আসতে পারতেন কিনা। সাকিব এখানে ব্যতিক্রম। তার ব্যাটিং-বোলিংয়ের একটিকে এগিয়ে বা পিছিয়ে রাখা কঠিন। আর সাকিব খুবই স্মার্ট ক্রিকেটার।
লংকান এই লিজেন্ড বলেণ সাকিবের স্পিন বোলিংয়ের কথা বললে, আমাদের কারও সঙ্গে তুলনায় যাব না। তবে তার রেকর্ডই তার হয়ে কথা বলবে। একটা ব্যাপার হলো অনেক বছর ধরে খেললেও খুব বেশি টেস্ট সাকিব খেলেনি । ১৪ বছরে মাত্র ৫৮টি টেস্ট খেলেছেন। বাংলাদেশ যদি আরও বেশি টেস্ট খেলতে পারতো তাহলে সাকিব হয়তো আমার বা ড্যানিয়েল ভেট্টরির উইকেটসংখ্যা ছাড়িয়ে যেতে পারত। সেই সামর্থ্য তার ছিল বা আছে। এই সময়ের আরেকটা ব্যাপার হলো, অনেক বেশি ক্রিকেট হয় এখন। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের। ওদের কাজটা তাই কঠিন। তার পরও যদি বাংলাদেশ আরও বেশি ও নিয়মিত টেস্ট খেলত তাহলে অবশ্যই তার উইকেট অনেক বেশি থাকত। হেরাথের মতে সাকিবকে নিয়ে যেকোন দেশ গর্ববোধ করবে। কারন সে তেমনই একজন ক্রিকেটার। সাকিবের মত একজন ক্রিকেটার দলে থাকা মানে দুজন ক্রিকেটার থাকা। আর না থাকা মানে তার জায়গায় দুজন ক্রিকেটার নামাতে হবে। তাই সাকিবকে বিশ্ব ক্রিকেটে বিরল প্রজাতির অল রাউন্ডার হিসেবে দেখেছেন রঙ্গনা হেরাথ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ মিশনে ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধফুটবলে উন্নতিতে বাংলাদেশকে সাহায্য করতে চায় স্পেন