সাকিবকে টপকে সবার উপরে লিটন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন টাইগার অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে গত শনিবার দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন লিটন। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে টপকে যেতে ১৯ রান দরকার ছিল লিটনের। ২০১৫ সালে টিটোয়েন্টিতে অভিষেকের হওয়ার পর এখন পর্যন্ত ১১৪টি টিটোয়েন্টি ম্যাচ খেলেন লিটন। আর ব্যাট করেছেন ১১২ ইনিংসে । ২৫৫৬ রান করে শীর্ষে উঠেছেন লিটন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৫৫১ রান আছে সাকিবের। সমপ্রতি সাকিবকে টপকে টিটোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফসেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি। এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টিটোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদউল্লাহর ছক্কা ৭৭টি।

১১৪ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি। সাকিব এবং মাহমুদউল্লাহ দুজনেই নেই দলে। তারা খেলা ছেড়েছেন। তাই নিজেকে আরো অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে লিটনের। মাঝখানে বেশ ফর্মহীনতায় থাকলেও ক্রমশ নিজেকে ফিরে পেতে শুরু করেছেন লিটন। তাই আশা করা যায় এই এশিয়া কাপের সুপার ফোর পর্বে আরো যে দুটি ম্যাচ বাকি রয়েছে তাতে নিজেকে আরো অনেকদূর নিয়ে যাবেন লিটন। আর যদি ফাইনালে খেলার সুযোগ হয় বাংলাদেশের তাহলে আরো মজবুত হবে লিটনের অবস্থান।

পূর্ববর্তী নিবন্ধআগামী মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধচিটাগাং কিংস গ্রুপ চ্যাম্পিয়ন