সাকিবকে ছাড়িয়ে শীর্ষে সাউদি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগে যৌথভাবে শীর্ষে ছিলেন দুজন। তবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় উঠে গেলেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ উইকেটের মালিক। সিডনিতে গতকাল শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের ১১১ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে ২.১ ওভারে স্রেফ ৬ রান খরচায় তিনটি উইকেট পেয়েছেন সাউদি। এই সংস্করণে ৯৯ ইনিংসে তার উইকেট এখন ১২৫টি।

অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন সাউদি। এতে অবশ্য ভাগ্যের ছোঁয়াও ছিল। বলটি ওয়ার্নারের ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে আবার ব্যাটে লেগে আঘাত হানে স্ট্যাম্পে। তাতেই রেকর্ড হয়ে যায় সাউদির। এই উইকেটের সুবাদে সাকিবকে ছাড়িয়ে যান সাউদি। পরে মিচেল মার্শ ও প্যাট কামিন্সকেও সাজঘরে ফেরান এ অভিজ্ঞ পেসার।

প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ১০২ ইনিংসে ১২২ উইকেট শিকার করেছেন সাকিব। সাউদি ও সাকিব ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশর বেশি উইকেট নিয়েছেন রশিদ খান (১১৮), লাসিথ মালিঙ্গা (১০৭) ও ইশ সোধি (১০৪)।

পূর্ববর্তী নিবন্ধভিসা জটিলতা কাটিয়ে ভারত গেলেন মিঠুন-মোমিনুলরা
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবলের ফাইনালে কালারপোল