সাকিবকে একটু সময় দিতে বললেন রংপুর রাইডার্স কোচ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান চোখের সমস্যায় ভুগছেন সেই বিশ্বকাপ থেকেই। কিন্তু বিশ্বকাপের পরেও চোখের চিকিৎসা ঠিকমত করাতে পারেননি। তাই বিপিএলের মাঝপথেই গিয়েছিলেন সিঙ্গাপুরে চিকিৎসক দেখাতে। ভাগ্য ভালো অস্ত্রোপচার লাগছে না। তাই সিলেট পর্বের শুরু থেকেই মাঠে নামতে পেরেছেন তিনি। তবে সাকিব মাঠে নামতে পারলেও খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিবসোহানদের দল রংপুর রাইডার্স হেরেছে। যদিও বোলিংটা খারাপ করেননি সাকিব। উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন ২১ রান। তবে সাকিবতো শুধু বোলার নন। তার কাছে ব্যাটিংয়েও প্রত্যাশা থাকে দলের। সেই সাকিব দলের বিপদের মুখেও আগে ব্যাটিংয়ে নামলেন না। আট নম্বরে নামলেন। আর করলেন ৪ বলে মাত্র ২ রান।

সাকিব কেন আট নম্বরে ব্যাট করতে নামলেন তেমন প্রশ্নের জবাবে রংপুর রাইডার্স কোচ সোহেল ইসলাম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন সাকিব অনেকদিন ছিল না দলের সঙ্গে। সবাই জানেন তার চোখে সমস্যা আছে। সমস্যা নিয়ে বোলিংটা হয়তো করা যায়, কিন্তু ব্যাটিং করা কঠিন। সোহেল ইসলাম মনে করেন সাকিবকে মানিয়ে নেওয়া এবং সুস্থ হয়ে ওঠার জন্য একটু সময় দিতে হবে। সত্যি কথা বলতে সাকিবের যে সমস্যা তাকেতো একটু সময় দিতেই হবে। কয়েকদিন গেলে আস্তে আস্তে ঠিক হবে। আর সাকিবতো তেমন ভাবে অনেকবারই ফিরেছেন। কাজেই একটু সময় তার লাগবে। তাই হতাশ হলে চলবেনা। সাকিবের বিকল্প কেউ নেই। সেটা মনে রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ ছেলেকে নিয়ে বাবা রাজের স্ট্যাটাস
পরবর্তী নিবন্ধকাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন