সাকা পুত্রের বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশ

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

বিএনপির সমাবেশে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে ‘শহীদ’ হিসেবে তুলে ধরে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীর দেওয়া শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটি আয়োজিত এ সমাবেশ থেকে হুম্মাম কাদেরের শ্লোগানকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ উল্লেখ করে তার বিচার দাবি করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে এবং জেলার সদস্য সচিব মো. কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা মো. মশিউর রহমান চৌধুরী, কাজী নুরুল আবছার, এম আর আজিম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি। শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু ছেলে আহত
পরবর্তী নিবন্ধমামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না : শাহাদাত