সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ভর্তি মেলা। তিন দিনব্যাপী এ মেলা চলবে ১০ জুন শুক্রবার পর্যন্ত।
গতকাল ভর্তি মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী, কলা, সামাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান প্রমুখ। বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। ফল সেমিস্টার-২০২২-তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।