‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ এই প্রতিপাদ্যে সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আসন্ন “SMCH Summit 2025’ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের সূচনা হয়। গতকাল শনিবার কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় এবং অধ্যক্ষ ডা. জয়ব্রত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে রেজিস্ট্রেশনের সূচনা ঘোষণা করেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী। রেজিস্ট্রেশন সাবকমিটির আহবায়ক ডা. মো. মিনহাজুল আলম তাঁর পরবর্তী কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক মেজর (ডা.) জাবেদ আবদুল করীম, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিম উদ্দীন চৌধুরী, অধ্যাপক ডা. মেহেরুন কবীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশী–বিদেশী গবেষকদের অংশগ্রহণে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক ১ম আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করা হবে।