সাউদার্ন মেডিকেল কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সেমিনার

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে গত ১৫ অক্টোবর হাসপাতালের লেকচার গ্যালারিতে ‘Breast Disorders : Experiences at SMCH ’ এক সেমিনার অনুষ্ঠিত হয়। সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুন নাহার সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন। তিনি ব্রেস্ট ক্যান্সারের সাধারণ লক্ষণ ও শনাক্তকরণ বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ। বিশেষ অতিথি ছিলেন সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোতাহ্‌হার হোসেন। বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মেহেরুনেছা খানম, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। এতে শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির এ ইউনিট কমিটির কর্মীসভা
পরবর্তী নিবন্ধক্ষমতার পালাবদল নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায় মানুষ