সাউদার্ন মেডিকেল কলেজে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সাউদার্ন মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম দেশী ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘এসএমসিএইচ সামিট ২০২৫’ এর সকল কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সাউদার্ন মেডিকেল কলেজ কনফারেন্স রুমে এসএমসিএইচ সামিটের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।

সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম। ‘এসএমসিএইচ সামিট ২০২৫’ এর অর্গানাইর্জিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, মেজর (অব.) ডা. যাবেদ আব্দুল করিম, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মোতাহ্‌হার হোসেন, অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. মোহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. দেওয়ান আসাদুল্লাহ, অধ্যাপক ডা. মেহেরুন কবীর, অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী, ডা. আবু সাদাত মো. সাইফ উদ্দিন নাহিদ, ডা. মো. মিনহাজুল আলম প্রমুখ। এতে ‘এসএমসিএইচ সামিটে’র সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষকচিকিৎসক এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা ও সকলকে ধন্যবাদের মাধ্যমে সামিটের সকল কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা এবং ভবিষতে আরও বড় পরিসরে এসএমসিএইচ সামিট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম।উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দেশিবিদেশি ৫৫০ জনেরও বেশি চিকিৎসক ও গবেষকের উপস্থিতিতে সম্মেলনে ৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুকুমার বড়ুয়া তাঁর সৃষ্টিকর্মে অবিনশ্বর থাকবেন
পরবর্তী নিবন্ধদেশে এক লাখ সৌর প্যানেলে ১ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা