সাউদার্ন ভার্সিটি শিক্ষার্থীদের টিএসপি কমপ্লেক্স পরিদর্শন

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরে সম্প্রতি পতেঙ্গায় টিএসপি কমপ্লেক্স লিমিটেড পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শিমুল দাশের সার্বিক তত্ত্বাবধানে ও প্রভাষক শাহনেওয়াজ জিকোর পরিকল্পনায় আয়োজিত এ শিল্প সফরে বিবিএ ব্যাচ ৭৫ , মেজর ইন একাউন্টিং ব্যাচ ৭০ এবং ৭১ এর ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সফরে অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সি.এম আতিকুর রহমান। এই সফরের লক্ষ্য ছিল বিশ্বের খরচ ব্যবস্থাপনা এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনুশীলনের সাথে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। টিএসপি কমপ্লেক্স লিমিটেড শিক্ষার্থীদের জন্য খরচ ব্যবস্থাপনা এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনুশীলনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করে । এসময় শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন টিএসপি কমপ্লেক্স লিমিটেডের মহাব্যবস্থাপক(অপারেশন) ঝুমকু লতা মজুমদার, উপপ্রধান রসায়নবিদ শুভ্রা বর্মণ, সহকারী প্রধান হিসাবরক্ষক মো. এমরান হোসেন এবং সহকারী রসায়নবিদ এলিনুর ফারহা। এই সফরে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করে। এ প্রসঙ্গে কোর্স শিক্ষক শিমুল দাশ বলেন, এই শিল্প পরিদর্শন শুধুমাত্র ছাত্রদের ব্যবহারিক শিক্ষায় দক্ষতা বাড়ায়নি বরং শিল্প খাতে কর্মজীবনের সুযোগ অন্বেষণ করতে অনুপ্রাণিত করেছে। এটি একটি মূল্যবান শেখার অভিজ্ঞতা যা বাস্তব জীবনের পর্যবেক্ষণের সাথে শ্রেণিকক্ষের শিক্ষাকে শক্তিশালী করে। মহাব্যবস্থাপক (অপারেশন) ঝুমকু লতা মজুমদার শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। পরে টিএসপি কমপ্লেক্সের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা স্মারক তুলে দেন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনদী দখল ও দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান