সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. আবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক এম. মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ প্রমুখ। প্রধান অতিথি বলেন পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মনন বিকাশে সহায়তা করে এবং সৃজনশীলতা বৃদ্ধি করে।
মূল পর্বে ইসলামী সংগীত, কবিতা আবৃতি, গান, নৃত্য, কৌতুক পরিবেশনায় বিভাগের প্রতিটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
