সাউদার্ন ভার্সিটির ইংরেজি বিভাগে নবীনবরণ

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিভাগের প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিভাগের দীর্ঘদিনের একাডেমিক উৎকর্ষ ও ঐতিহ্যের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের সময় ও সুযোগের সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি তাদেরকে বিভাগের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলীও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে বিভাগের একাডেমিক, সাংস্কৃতিক প্রভৃতি দিক তুলে ধরে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের প্রভাষক কিষাণ সাহা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল ইলেক্ট্রিকের কারখানা পরিদর্শনে ইউএসটিসির বিবিএ শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধমমতার যুব দিবস পালন