সাউদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের(আইকিউএসি) উদ্যোগে রোডম্যাপ ফর প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন বিষয়ক ২ দিনব্যাপী প্রেজেন্টেশন প্রোগ্রাম গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হয়। ২দিনব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন বিভাগের প্রতিনিধিগণ তাঁদের অ্যাক্রেডিটেশন প্রস্তুুতির সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রেজেন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও এসএ কমিটির সদস্যবৃন্দ। উপাচার্য (ভারপ্রাপ্ত) বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনে প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই প্রেজেন্টেশন প্রোগ্রাম অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমাদের প্রত্যাশা। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে অ্যাক্রেডিটেশন অর্জনে আর কোন বাধা থাকবে না। প্রেস বিজ্ঞপ্তি।