সাউদার্ন ভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী দক্ষতা ম্যাপিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। একাডেমিক কোর্সে দক্ষতার অর্জনের নানা কৌশল ও মূল বিষয় সম্পর্কে ধারণা দিতে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন হাইডেলবার্গ সিমেন্ট চট্টগ্রামের হেড অব এইচআর অ্যান্ড অ্যঅডমিনিস্ট্রেশন মিজানুর রহমান।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় বিবিএ ও এমবিএর ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৬ হাজার গাছের চারা রোপণ
পরবর্তী নিবন্ধবিএসআরএম-এর মতবিনিময় অনুষ্ঠান