সাউদার্ন ভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত

| বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে’। গত সোমবার বায়েজিদ আরেফিন নগরে ফার্মেসি বিভাগের সম্মেলন কক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আইরিন সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের। প্রধান অতিথি বলেন, ফার্মেসি একটি যুগোপযোগী ও ব্যাপক চাহিদা সম্পন্ন বিষয়। এ বিষয়ে দেশে ও বিদেশে ক্যারিয়ার গঠনে রয়েছে বিশাল সম্ভাবনা। ওষুধের সংরক্ষণ, গুণগতমান, সঠিক ওষুধ নির্বাচন ও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে সৎ ও কর্মনিষ্ঠ ফার্মাসিস্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের বিদ্রোহ ছিল উপনিবেশবাদের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে আব্দুর রহমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন সম্পন্ন