সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ এলামনাই এসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত এবং সর্বসম্মতিক্রমে এলামনাই এসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য উপস্থিত সবার ভোটের মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।
আহ্বায়ক নির্বাচিত হন এডভোকেট সালাউদ্দিন নুর মিন্টু। সদস্য সচিব এডভোকেট মীর মোয়াজ্জেম হোসেন। সদস্য এডভোকেট শহীদুল ইসলাম সুমন, এডভোকেট আব্দুল আজিজ, এডভোকেট আব্দুল আল বেলাল, এডভোকেট শ্যামল চৌধুরি, এডভোকেট সাইফুল আলম, এডভোকেট নাজমুল আকবর মাসুক এবং এডভোকেট মো. রিদোয়ান। সাধারণ সভার সভাপতিত্ব করেন এডভোকেট রিয়াজ উদ্দিন আহমেদ।
সঞ্চালনা করেন এডভোকেট মীর মোয়াজ্জেম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












