সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। গতকাল রোববার ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ ও সহকারী পরিচালক মোহাম্মদ হারুন মিয়াসহ প্রতিনিধি দলটি সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। পরে কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় শিক্ষা কার্যক্রম,অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা। এসময় উপউপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, ট্রাস্টি বোর্ডের সদস্য সরওয়ার জাহান, অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে হাতকড়াসহ পলাতক দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইউপি সদস্য বরখাস্ত