সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৭০তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, আব্দুচ ছালাম, অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, মামুন সালাম, ফেরদৌস খান আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ বাপ্পী। প্রেস বিজ্ঞপ্তি।