সাউদার্ন ইউনিভার্সিটি কম্পিউটার সাইয়েন্স বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

সাউদার্ণ ইউনিভার্সিটির কম্পিউটার সাইয়েন্স বিভাগের আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট গত ২০ আগস্ট ভার্সিটির স্পোর্টস কমপ্লেঙে সম্পন্ন হয়েছে। ৮ দলের এ টুর্নামেন্টের ফাইনালে ফিয়ারলেস ফিনিশার ১৯ রানে বিইউজি স্ম্যাশারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কম্পিউটার সাইয়েন্স বিভাগের হেড জামির আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উক্ত বিভাগের শিক্ষক প্রিয়াম চৌধুরী, আরিফ হাসান চৌধুরী প্রমুখ। এদিকে সাউদার্ণ ইউনিভার্সিটির আইন বিভাগের আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্ট আজ ভার্সিটির নিজস্ব স্পোর্টস কমপ্লেঙে শুরু হচ্ছে। আইন বিভাগের ৮টি দল এতে অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে ৮টি খেলার নিস্পত্তি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে পানছড়ি একাডেমি