সাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর বার্ষিক ইনডোর গেমসের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২৩ অক্টোবর ব্যাপক উৎসাহউদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভার্সিটির কো এন্ড একস্ট্রা কারিকুলার কমিটির আহবায়ক মো. জমির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাস্‌সের আলী। মাসব্যাপী ইনডোর গেমসে এবার ১২টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীশিক্ষক ও কর্মকর্তাকর্মচারি অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান যুব কাবাডি গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের সাথে প্রথম প্রীতি ম্যাচ আজ বাংলাদেশের