সাউদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের ঈদ পুনর্মিলনী

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আজহারী।

স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী ইবনুল আকিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন ও রেজাউল মোস্তফা রেজা। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ নুরুন্নবী নববর্ষ উদযাপনসহ দেশিয় সকল সংস্কৃতি লালনপালনের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেন। অন্যান্য বক্তারা, ঈদ উদযাপনের মধ্য দিয়ে উঁচুনিচু ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে আনা ও সমাজের সকল শ্রেণির মানুষের সাথে সৌহার্দ্যসম্প্রীতি বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু
পরবর্তী নিবন্ধ খাতুনগঞ্জের তিন প্রতিষ্ঠানকে জরিমানা