সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক শিক্ষা বিভাগের স্প্রিং সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আজহারী। স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী সাজেদুল করিম সাজু সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন ও রেজাউল মোস্তফা রেজা।
বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবী ইসলামিক স্টাডিজ বিভাগসহ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য নবীন শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করার পাশাপাশি ইসলামিক স্টাডিজ বিভাগের ভিশন–মিশন, ক্যারিয়ার উইন্ডোসসহ সার্বিক বিষয়ের উপর আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি












