সাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেম্‌সের ফলাফল

| মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইনডোর গেম্‌স ২০২৩ আজ শেষ হচ্ছে। গত ২৯ মার্চ শুরু হওয়া গেমসে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাকর্মচারি ৮টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। ইতোমধ্যে শেষ হওয়া ইভেন্টগুলোর মধ্যে ক্যারম এককে অফিস সহকারি ক্যাটাগরিতে জামাল চ্যাম্পিয়ন ও জাহাঙ্গীর রানার্স আপ, এডমিন এককে ইঞ্জিনিয়ার জাহিদ চ্যাম্পিয়ন ও আজম রানার্স আপ হয়েছেন। দাবায় এডমিন এককে ইঞ্জিনিয়ার শ্যামল চ্যাম্পিয়ন ও ইঞ্জিনিয়ার জাহিদ রানার্স আপ এবং শিক্ষক ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ার সাজিদ (সিভিল) চ্যাম্পিয়ন ও আরাফাত (সিভিল) রানার্স আপ, শিক্ষিকাদের মধ্যে জিনাত (সিএসই) চ্যাম্পিয়ন ও ফারিবা (সিভিল) রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। এ ছাড়াও শিক্ষকদের টেবিল টেনিস এককে প্রিয়ম চৌধুরী (সিএসই) চ্যাম্পিয়ন ও আয়ানুল হক চৌধুরী (সিভিল) রানার্স আপ হয়েছেন। ছাত্রদের টেবিল টেনিস এককে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের হেলাল চ্যাম্পিয়ন ও আশিক (সিভিল) রানার্স আপ এবং ক্যারমে আশিক (সিভিল) চ্যাম্পিয়ন ও পারভেজ (সিভিল) হয়েছেন। ছাত্রদের দাবায় কুমার (ব্যবসায় প্রশাসন) চ্যাম্পিয়ন ও আশিক (সিভিল) রানার আপ হয়েছেন।

ছাত্রীদের বিভাগে ক্যারম এককে ফারহানা (সিভিল) চ্যাম্পিয়ন ও জান্নাতুল নাঈম (ইইই) রানার আপ এবং দাবায় জাকিয়া (সিভিল) চ্যাম্পিয়ন ও জান্নাতুল নাঈম (ইইই) রানার আপ হয়েছেন। শিক্ষিকাদের ডার্ট ইভেন্টে যথাক্রমে প্রথম, ২য় ও ৩য় হয়েছেন নিশু চৌধুরী (সিএসই), ফারিবা (সিভিল) ও তাজরিন (ইইই)। আজ শেষ দিনে অন্যান্য ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকলকাতা ঘুরে দাঁড়াবে আশা লিটনের
পরবর্তী নিবন্ধইন্ডিপেনডেন্স স্পোর্টস কার্নিভ্যাল স্নুকারে ওয়াসেফের ডাবল ক্রাউন অর্জন