সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। স্পোর্টস অফিসার সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, আলী ইকরামুল হক রমি, মোহাম্মদ হাসান, লিয়াকত আলী, রুবেল কান্তি দাস, সুস্মিতা সেন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ইইই বিভাগ ১০ রানে ইংরেজি বিভাগকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে স্কুল সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধমাদারবাড়ি উদয়ন সংঘের ফুটবল কমিটি গঠিত