সাউদার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল লিগে টানা ৪র্থ জয়ের পর ৫ম ম্যাচে পয়েন্ট হারিয়েছে কম্পিউটার সাইয়েন্স বিভাগ। গতকাল বুধবার ৫ম রাউন্ডের খেলায় তারা ১–১ গোলে ড্র করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে।
দিনের ২য় ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ ২–০ গোলে ইংরেজি বিভাগকে হারায়, ৩য় ম্যাচে আইন বিভাগ ও ফার্ম্যাসি বিভাগ ২–২ গোলে ড্র করে এবং ৪র্থ ম্যাচে ট্রিপল ‘ই’ বিভাগ ২–০ গোলে বিজনেস টু (এইচটিএম) বিভাগকে পরাজিত করে। এর আগে মঙ্গলবার ৪র্থ রাউন্ডের প্রথম ম্যাচে কম্পিউটার সাইয়েন্স বিভাগ ৩–০ গোলে আইন বিভাগকে পরাজিত করে।
২য় ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ ২–১ গোলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে। ৩য় ম্যাচে ইংরেজি বিভাগ ২–০ গোলে বিজনেস টু (এইচটিএম) বিভাগকে পরাজিত করে। দিনের ৪র্থ এবং শেষ ম্যাচে ফার্ম্যাসি বিভাগ ২–০ গোলে ট্রিপল ‘ই’ বিভাগকে পরাজিত করে। আজ যথারীতি ৬ষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।