সাউদার্ন ইউনিভার্সিটি আইন বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ ক্যাম্পাসে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক প্রফেসর আশুতোষ নাথ। উদ্বোধন করেন আইন বিভাগের প্রধান মো. মুর্তাজা ইসলাম জোহানজেব তারেক। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন, প্রভাষক মো. জাহেদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ। বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিপুল পরিমাণ মদসহ দুটি গাড়ি জব্দ
পরবর্তী নিবন্ধএ প্লাস একাডেমির জয়ে শেষ প্রথম পর্ব