সাউদার্ন ইউনিভার্সিটির ৩৭তম একাডেমিক কাউন্সিলের সভা

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ৩৭তম একাডেমিক কাউন্সিলের সভা গত মঙ্গলবার বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, আবদুচ ছালাম, ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মো. হযরত আলী, চবি শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক সরওয়ার মোরশেদ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, অধ্যাপক মহিউদ্দিন খালেদ প্রমুখ। সভায় ফল সেমিস্টার ২০২৩এর শিক্ষার্থীদের অ্যাডমিশন ও এনরোলমেন্ট রিপোর্ট অনুমোদন, একাডেমিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ৩৬তম একাডেমিক কাউন্সিলের গৃহীত প্রস্তাবগুলো পাশ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধসাইবার ক্রাইম প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে