সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগে সেমিনার

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ডেভেলপমেন্ট অব অ্যালগরিদম টু এক্সট্রাক্ট ফিচারস ফ্রম ক্যাপনোগ্রাফ সিগন্যাল বিষয়ক সেমিনার সম্প্রতি বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. হেদায়েত উল্লাহ সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক শাহীন আকতার। এ সময় বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহীন আকতার মানুষের শ্বাসপ্রশ্বাস সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে তার গবেষণা কাজের উপর আলোচনা করেন। যেখানে তিনি একটি ক্যাপনোমিটার তৈরি করার বাস্তব রুপরেখা প্রদান করেন যা দ্বারা নিঃশ্বাসে ত্যাগ করা বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব পরিমাপ করার মাধ্যমে একজন ব্যক্তির শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিকতা এবং অস্বাভাবিকতার অন্তর্দৃষ্টি দেয়, রোগের তীব্রতা এবং চিকিৎসার প্রতিক্রিয়া মূল্যায়নে অবদান রাখে। ক্যাপনোগ্রাফের বৈশিষ্ট্যগুলি বিভিন্ন রোগকে নির্দেশ করে যেমন হাঁপানি, সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া, কার্ডিওজেনিক অসিলেশন, হাইপোভেন্টিলেশন, হাইপারভেন্টিলেশন, ব্রঙ্কিওলাইটিস, পালমোনারি এমবোলিজম ইত্যাদি। এটি ভেন্টিলেশন, অ্যানেস্তেসিয়া, এন্ডোট্র্যাকিয়াল টিউব প্লেসমেন্ট, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, পোস্টঅপারেটিভ কেয়ার, পেডিয়াট্রিক মনিটরিং এবং আইসিইউতে ব্যবহৃত হয়। যেহেতু একজন ডাক্তারের পক্ষে ক্যাপনোগ্রাফের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ সেহেতু একটি ভাল এবং স্বয়ংক্রিয় পদ্ধতির প্রয়োজন। সমস্যাগুলোর দিকে লক্ষ্য রেখে শাহিন আকতার তার প্রস্তাবিত পদ্ধতিটি এমনভাবে সাজিয়েছেন যা উপরোক্ত সমস্যাগুলো সমাধানে অবধান রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেফটি ট্যাংকে নেমে দুই সহোদরের মৃত্যু, বাবা হাসপাতালে
পরবর্তী নিবন্ধজ্বালানি নিরাপত্তায় প্রিপেইড ও ইভিসি মিটার স্থাপন হচ্ছে