সাউদার্ন ইউনিভার্সিটির ফুটবল লিগ সম্পন্ন

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল লিগ সম্পন্ন হয়েছে। এবারের লিগে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমপ্লেঙের ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ ১০ গোলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক। বিশ্বদ্যিালয়ের স্পোর্টস কমিটির চেয়ারম্যান, ট্রেজারার ড. শরীফ মোহাম্মদ আশরাফ উজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর এম. মহিউদ্দিন চৌধুরী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. ইশরাত জাহান। স্পোর্টস কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধানগণ ছাড়াও স্পোর্টস কমিটির কোচেয়ারম্যান আলী ইকরামুল হক রমি, সদস্য প্রিয়াম চৌধুরী, ইঞ্জিনিয়ার সাজিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আইন বিভাগকে ১০ গোলে হারিয়ে কম্পিউটার সাইয়েন্স বিভাগ ৩য় স্থান লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধযুব গেমসে অংশ নিতে ঢাকা গেল চট্টগ্রাম বিভাগীয় তরুণী ভলিবল দল