সাউদার্ন ইউনিভার্সিটির ফল সেমিস্টারের এনরোলমেন্টের সময়সীমা বৃদ্ধি

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

অনিবার্য কারণবশত যে সকল শিক্ষার্থী সাউদার্ন ইউনিভার্সিটির ফল সেমিস্টার২০২৪ এর এনরোলমেন্ট করার সুযোগ পাননি তাদেরকে আগামী ২০ আগস্টের মধ্যে এনরোলমেন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই স্ব স্ব বিভাগের প্রশাসনিক দফতরে গিয়ে এনরোলমেন্টের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার অফিস। এছাড়াও নতুন শিক্ষার্থীদের অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) অথবা অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০১১৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় যুবককে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধরাউজানে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজের স্থান হবে না