সাউদার্ন ইউনিভার্সিটির আন্ত:বিভাগ ফুটবল লিগ শুরু

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির আন্ত:বিভাগ ফুটবল লিগ ভার্সিটির নিজস্ব মাঠে শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর সকালে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক। সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির আহবায়ক শরীফ মো. আশরাফউজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক প্রো-ভিসি প্রফেসর মো. শরীফুজাজামান, ট্রিপল ই বিভাগের প্রধান প্রফেসর আশুতোষ নাথ, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, স্পোর্টস কমিটির যুগ্ম-আহবায়ক আলী ইকরামুল হক (রমি), ব্যবসায় প্রশাসনের সহকারি অধ্যাপক মোহাম্মদ হাসান, ট্রিপল ই বিভাগের সহকারি অধ্যাপক লিয়াকত আলী প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ইংরেজি বিভাগ ৫-৪ গোলে ট্রিপল ই কে এবং পরের ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ ২-১ গোলে আইন বিভাগকে পরাজিত করে পূর্ণ অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া গোল্ডকাপ ফুটবলে মাদার্শা একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ দল ভুল থেকে শিক্ষা নিতে পারছে না বলে মনে করছেন আকরাম খান