সাউদার্ন ইউনিভার্সিটিতে ফার্মা প্রিমিয়ার কাপ ফুটবল শুরু

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী ডিপার্টমেন্ট আয়োজিত ফার্মা প্রিমিয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট গত ২৫ জানুয়ারি বিকেলে ভার্সিটির স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে। এর আগে ক্যাম্পাসে ট্রফি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (স্পোর্টস) সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসী ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক আইরিন সুলতানা, সহকারী অধ্যাপক ড. মো. কামরুল আহসান, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, প্রভাষক উম্মে তাহমিদা এবং প্রভাষক মিফতা আহমেদ জ্যোতি ও খেলোয়াড়বৃন্দ। এ টুর্নামেন্টে ফার্মেসী ডিপার্টমেন্টের ৬টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধদুহা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের