সাউদার্ন ইউনিভার্সিটিতে থ্রো বল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা পর্যায়ে থ্রো বল প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারুণ্যের উৎসব থ্রো বল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বালিকা বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সাউদার্ন ইংলিশ ২০ সেটে সাউদার্ন চ্যালেঞ্জারসকে পরাজিত করে। বালক বিভাগে সাউদার্ন ইইই সরাসরি সেটে সাউদার্ন ওয়ারিয়রসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে থ্রো বল টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান। বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ দীন ইসলামের সভাপতিত্বে ও সাউদার্ন ইউনিভার্সিটি ক্রীড়া বিভাগের ইনচার্জ সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী ও প্রক্টর মো. হাবিব উল্লাহ্‌। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, প্রভাষক সাজিদ হাসান প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা করেছেন থ্রো বল অ্যাসোসিয়েশনের সদস্য বি এম শহীদুজ্জামান ও ঝর্ণা আকতার।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি পরিচালক আসিফ আকবরের বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন
পরবর্তী নিবন্ধনেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল