সাউদার্ন ইউনিভার্সিটির ৩৬তম সিন্ডিকেট সভা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভাপতি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান (অনলাইনে যুক্ত), ইউজিসির মনোনীত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন এবং রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।
শুরুতে সিন্ডিকেট সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং আলোচনা শুরু করেন। এরপর সভার সার্বিক কার্যবিবরণী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। মূল আলোচনায় ৩৫তম সিন্ডিকেট সভার গৃহীত প্রস্তাবনার অনুমোদন এবং ৩৬তম সভার আলোচ্যসূচির বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা ও অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং সার্বিক মানোন্নয়নসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












