সাউদার্ন ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষায় ইসলাম বিষয়ক উন্মুক্ত সেমিনার

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘পরিবেশ সুরক্ষায় ইসলাম’ বিষয়ক উন্মুক্ত সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠান সমপ্রতি বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আযহারী, প্রভাষক মুহিউদ্দিন মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে কোন ভূখণ্ডে ২৫% বনায়ন প্রয়েজন। বর্তমানে উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ হলো বন উজাড় ও বৃক্ষনিধন। মিল কারখানার বর্জ্য ও পরিবেশ দূষণের নানা উপকরণ যত্রতত্র ফেলে রাখা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বলে বক্তারা মন্তব্য করেন। এ ব্যাপারে পরিবেশের সুরক্ষা ও ভারসাম্য রক্ষায় রাসূল (সা.) এর গৃহীত পদক্ষেপ এর কথা উল্লেখ করে তারা বলেন, রাসূল (সা.) ইরশাদ করেন, (পৃথিবীকে বাসযোগ্য করতে)তুমি যদি নিশ্চিত হও আগামীকাল কিয়ামত আর তোমার হাতে একটি চারা গাছ আছে তা তুমি রোপণ করে দাও। অন্য হাদীসে আছে, গাছের পত্রপল্লব ও ফলমূল যদি পশুপাখি খায় তাহলে যিনি গাছ রোপণ করেছেন তার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে । পানি এবং বায়ু দূষণমুক্ত রাখতে রাসূল (সা.) এর নির্দেশনা পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিইউএফএল সার কারখানায় ৪ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপটিয়ায় সংসদ, পৌরসভা ও উপজেলা পরিষদে ইসলামী ফ্রন্টের প্রার্থী ঘোষণা