সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার–২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক।অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের সামনে দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি একজন প্রকৌশলী হিসেবে কীভাবে আদর্শ চরিত্র, অধ্যবসায় এবং নৈতিকতা অনুসরণ করে সাফল্য অর্জন করা সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন। অন্যান্য শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আবুল হাসান নবীন শিক্ষার্থীদের দায়িত্ববান, আত্মপ্রত্যয়ী ও যুগোপযোগী দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।