সাউদার্ন ইউনিভার্সিটিতে সিভিল স্ট্রাকচারাল কাপ ক্রিকেট সম্পন্ন

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজিত স্ট্রাকচারাল কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্যাচ ৩১। গত রোববার রাতে ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ব্যাচ ৩০ কে মাত্র ২ রানে পরাজিত করে। খেলা শেষে চ্যান্সেলর ড. শরীফ আশরাফুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া বিভাগের সহকারি পরিচালক সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর শিক্ষক সাজিদ হাসান, অর্ক প্রভা দাস, মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট এর কর্মকর্তা ইঞ্জি. জাহিদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং স্পোর্টস ক্লাব এর সভাপতি ইরফান রাকিবসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা ফুটবল লিগে ফরহাদাবাদ সমাজ কল্যাণ সমিতির জয়
পরবর্তী নিবন্ধখালেদ-শরিফুলের বোলিংয়ে জয়ে সিরিজ শুরু স্বাগতিকদের