সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ক্রীড়া কমিটি আয়োজিত দুই সপ্তাহ ব্যাপী ক্রিকেট ফেস্ট–২০২৪ গত মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টের উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এফ.এম মোদাচ্ছের আলী, প্রক্টর এসকে হাবিব উল্লাহ, সিইসি বিভাগের প্রধান জমির আহমেদ, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিন, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ক্রীড়া কমিটির সদস্য আলী ইকরামুল হক রমি ও বিভিন্ন বিভাগের শিক্ষক সহ শিক্ষার্থীরা। বর্ণাঢ্য এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬টি এবং ছাত্রীদের ৮টি টিম অংশগ্রহণ করছে।