সাউদার্ন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির (এসইউবিএমসিএস) উদ্যোগে আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা সিজন৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ। প্রতিযোগিতায় প্রিলিমিনারি, সেমিফাইনাল ও ফাইনাল এ তিনটি রাউন্ডে ছয়টি দল তাদের আইনি জ্ঞান এবং যুক্তির দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ‘টিম দ্যা স্মার্টিক্যাল’ টিমের সদস্য শ্যামা দেবী, মেহেরুন্নেছা জয়া এবং হাবিবুল কবির। রানার্সআপ ট্রফি বিজয়ী হন ‘টিম দ্যা লিগ্যাল ঈগলস’ টিমের আব্দুল আজিজ, তামজিদুল ইসলাম এবং জিয়াউল হক। ছয়টি টিমের মধ্যে বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড অর্জন করে ‘টিম দ্যা ল অফ এট্রাকশন’, বেস্ট প্রমিজিং মুটারের অ্যাওয়ার্ড প্রাপ্ত হন নানজিবা তাসনিম, বেস্ট মুটারের অ্যাওয়ার্ড অর্জন করেন আব্দুল আজিজ এবং বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রাপ্ত হন মনজুরুল ইসলাম।

এসইউবিএমসিএস সাধারণ সম্পাদক ইরাত করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ। পরে প্রধান অতিথি অধ্যাপক মো. মহিউদ্দিন খালেদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক রওশন জাহান, প্রভাষক খাদিজাতুল কোবরা মারিয়া, মো. জাহেদুল ইসলাম এবং তারিন হাসান।

প্রতিযোগিতার বিচারক ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের প্রভাষক রাশপিয়াতুর রাশপি, এসইউবিএমসিএসের প্রতিষ্ঠাতা সদস্য নায়েম আজাদ, সদস্য আবীর আকতার জমজম, অ্যাডভোকেট তোহফাতুর রাব্বি পিয়াল, অ্যাডভোকেট রায়হান মিয়াজী,অ্যাডভোকেট আবু সায়েম, পুণ্য শোনচারিণী আজমিরা আফাজ।

পূর্ববর্তী নিবন্ধকোটা পুনর্বহাল ও মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন প্রণয়ন দাবি
পরবর্তী নিবন্ধসুপারির বস্তায় মিলল জি-৩ রাইফেল, ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি