নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবশেন, কবিতা আবৃত্তি, দোয়া ও বিশেষ আলোচনা সভা।
গতকাল বুধবার বেলা দেড়টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শহকতুল মেহের। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনগণের অধিকার আদায় ও স্বাধীনতার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অধিকাংশ সময় কারা বরণ করতে হয়েছে। এ দেশে বঙ্গবন্ধুর মতো একজন নেতার জন্ম না হলে বাংলাদেশ নামের কোনো স্বাধীন দেশ জন্ম হতো কিনা, সন্দেহ ছিল? বাংলাদেশ আর বঙ্গবন্ধু অভিন্ন। সকল অর্থেই তিনিই বাংলাদেশ। আমাদের উচিৎ মহান এ নেতাকে কোনো রাজনৈতিক স্বার্থে বিভক্ত না করে শ্রদ্ধা ভরে তাঁর দেশপ্রেমকে স্মরণ করা। যদি তাঁর স্বপ্ন বাস্তবায়িত হয় তাহলে এ আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে। আমাদেরকে এ ধরনের দিবসগুলো বড় পরিসরে পালন করে দেশের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে যাতে তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে।
পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত, দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












