সাউদার্ন ইউনিভার্সিটিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

| মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

কর্মকর্তা কর্মচারিদের মাঝে সমপ্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটিতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অফিস সহকারী দল ৬ উইকেটে এডমিন দলকে পরাজিত করে। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ফার্মাসি বিভাগের মোহাম্মদ মামুন ও মেইনটেন্যান্স বিভাগের ইঞ্জিনিয়ার শ্যামল কান্তি হালদার।

তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রোভিসি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী ও বিজ্ঞান অনুসদের ডীন প্রফেসর আবুল মনসুর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার হেলাল নূর, ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরী, ম্যাচ আয়োজক কমিটির সদস্য জাহাংগীর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন
পরবর্তী নিবন্ধশেষ ওয়ানডের আগে হঠাৎ অসুস্থ তাসকিন