কর্মকর্তা কর্মচারিদের মাঝে সমপ্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটিতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অফিস সহকারী দল ৬ উইকেটে এডমিন দলকে পরাজিত করে। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ফার্মাসি বিভাগের মোহাম্মদ মামুন ও মেইনটেন্যান্স বিভাগের ইঞ্জিনিয়ার শ্যামল কান্তি হালদার।
তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রো–ভিসি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী ও বিজ্ঞান অনুসদের ডীন প্রফেসর আবুল মনসুর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার হেলাল নূর, ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরী, ম্যাচ আয়োজক কমিটির সদস্য জাহাংগীর আলম প্রমুখ।