সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। ফাইনালে ফারুকুল ইসলাম আনন্দের হ্যাটট্রিকের সুবাদে ব্যাচ ৭১ সহজেই হারিয়েছে ব্যাচ ৭০ কে। গত সোমবার বিকেলে সাউদার্ন ইউনিভার্সিটি খেলার মাঠে জমজমাট ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির চেয়ারম্যান, ভার্সিটির কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান। ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. হেলাল নূর, আয়োজক কমিটির কর্মকর্তা তাহি, নাজিম, আদিব, ফাহিম ও তানভির। টুর্নামেন্টে ৮টি ব্যাচ অংশগ্রহণ করে।







