সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা শুরু আজ

| সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ফল সেমিস্টার২০২৩ এ ভর্তিচ্ছুদের সুবিধার্থে তিন দিনব্যাপী ভর্তি মেলা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উপলক্ষে ভর্তি ফিতে নতুনদের জন্য ২৫% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য থাকছে ৫০% ছাড়ে ভর্তির সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার। টিউশন ফিতে ৫০% পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড় দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এছাড়াও মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৭১১৩৯৫৯৭৭, ০১৯১১৮৮২৭৬৪, ০২৪১৩৮০১০১১৫ যোগাযোগ করা যাবে। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবেবিবিএ, এমবিএ, ইএমবিএ (হোটেল ম্যনেজমেন্টসহ), ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি এবং এলএলএম।

পূর্ববর্তী নিবন্ধসমাজকে আলোকিত করতে সম্প্রীতির বন্ধন দৃঢ় রাখতে হবে
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধি দলের সাক্ষাৎ