সেমিস্টারের নবীনবরণ গতকাল রোববার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, কলা, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, রেজিস্ট্রার মো. নুর আহমেদ এবং বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। প্রধান অতিথি বলেন, এটা তোমাদের প্রতিষ্ঠান, তোমরাই বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করে এগিয়ে নিয়ে যাবে। নিয়মিত চর্চার মাধ্যমে মেধাকে শাণিত করতে হবে। মনে রাখবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন, এ সময়টা নির্ধারণ করে দেবে তোমাদের ভবিষ্যত লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আসল কাজ হচ্ছে নিয়মিত অধ্যায়ন, শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদানে মনোযোগ দিয়ে বিষয়গুলোকে আয়ত্বে নিয়ে আসা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডিগ্রী অর্জনের সময়গুলো খুব গুরুত্বপূর্ণ কারণ যে যতবেশি জানবে চাকরি বা প্রতিযোগিতার বিশ্বে সে এগিয়ে থাকবে। লক্ষ্য অর্জনের জন্য তোমাদের যেকোনো সহযোগিতায় সাউদার্ন সব সময় পাশে থাকবে। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী। নিজেদের বক্তব্যে নবীনরা জানান তাদের অনুভূতি এবং প্রবীণরা বর্ণনা করেন অভিজ্ঞতা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।